আদেল বিন আলী আশ-শিদ্দী

أربعون مجلساً في صحبة الحبيب صلى الله عليه وسلم ( بنغالي )

يتناول هذا الكتاب سيرة المصطفى - صلى الله عليه وسلم - وخلقه وشمائله وهديه من خلال 42 مجلسا تضمن الحديث عن سيرته وحياته الطيبة، ومعيشته، وشجاعته، وحقوقه على الأمة، وهديه في رمضان، وعبادته، وصدقه وأمانته، وعدله، وعفوه وكرمه، ورفقه بالأمة، ورحمته بالمرأة، والطفل، والعبيد والخدم، والحيوانات والجمادات وغيرها.

আদেল বিন আলী আশ-শিদ্দী

ইকবাল হোছাইন মাছুম

ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

কামাল উদ্দীন মোল্লা - সানাউল্লাহ নজির আহমদ

প্রিয় নবীর সান্নিধ্যে চল্লিশ আসর

এই গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত, আখলাক-চরিত্র-আদর্শ বিষয়ে আলোচনা করা হয়েছে। ৪২টি আসরে ভাগ করে আলোচনা সুবিন্যস্ত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনালেখ্য, জীবনযাপন পদ্ধতি, বীরত্ব, উম্মতের উপর তাঁর অধিকার, মাহে রমজানে তাঁর সময়যাপন পদ্ধতি, তাঁর ইবাদত-বন্দেগি, দান-খয়রাত ও আমানতদারি, ইনসাফ, ক্ষমা, উম্মতের প্রতি মমত্ববোধ, নারী ও শিশুর প্রতি করুণা ও দয়া, সেবক-ভৃত্য, জীবজন্তু, এমনকী জড়পদার্থের প্রতি রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদাচার মনোজ্ঞভাবে ওঠে এসেছে বক্ষ্যমাণ গ্রন্থে।