مداخل الشيطان إلى القلب كثيرة، منها على سبيل المثال: الحسد، والحرص، والطمع، والبخل، والشُّحّ، والرياء، والعُجب، وسوء الظن، والعجَلة، والطيش، والغضب، وحب الدنيا والتعلق بها ... وقد تناول البحث هذا المدخل الأخير من مداخل الشيطان في ثنايا هذا الكتاب مع بيان شيء من حقيقة الدنيا، وإشارةٍ موجَزة لموقف المؤمنين منها، وما تيسَّر ذكره من مظاهر حب الدنيا، وأسبابه، ومفاسده، وعلاجه

মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

জাকের উল্লাহ আবুল খায়ের

অন্তর বিধ্বংসী বিষয়: দুনিয়ার মহব্বত

দুনিয়ার মহব্বত একটি মারাত্মক ব্যাধি, যা মানবাত্মাকে ধ্বংস করে দেয় এবং মানবজাতিকে আখিরাত বিমুখ করে। আমাদের অন্তর বিধ্বংসী বিষয় সমূহের সর্ব শেষ আলোচনা দুনিয়ার মহব্বত। এ রেসালাটিতে দুনিয়ার হাকিকত কি, দুনিয়াতে মুমিনদের অবস্থান ও দুনিয়ার সাথে তাদের সম্পর্কের মান-দণ্ড কেমন হওয়া উচিত, তা এ কিতাবে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হবে। তারপর দুনিয়ার মহব্বত ও আসক্তির কারণে মানব জীবনে কি কি প্রভাব পড়তে পারে, কি ক্ষতি হতে পারে, তার চিকিৎসা কি এবং দুনিয়ার প্রতি আসক্তির কারণসমূহ এ রিসালাটিতে আলোচনা করা হবে।

https://www.islamhouse.com/p/373476

تحميل الملفات

كن أول من يقيم الموضوع
12345